নোয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসে সিট বরাদ্দের জন্য আবেদনকারীদের বাছাই পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে কলেজ প্রশাসন। নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) কলেজ অধ্যক্ষের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা, ডিগ্রি শাখা এবং অনার্স (সম্মান) শ্রেণীর ছাত্রদের জানানো যাচ্ছে যে, শহীদ অধ্যাপক আবুল হাসেম ছাত্রাবাসে সিটের জন্য আবেদনকারী ছাত্রদের বাছাই পরীক্ষা আগামী ২২-০৮-২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০:০০ টায় ইসলাম শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। উক্ত বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাছাই পরীক্ষায় বাংলা, গণিত,ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় থেকে পরীক্ষা নেওয়া হবে৷