ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাগ্রত যুব তরুণ সংঘ (চট্টগ্রাম) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলী মুর্তজা রাজু, চট্টগ্রাম প্রতিনিধি:
জুলাই ২৬, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুব তরুণ সংঘ (চট্টগ্রাম) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
করা হয়েছে ২৫শে জুলাই শুক্রবার বন্দর নগরী চট্টগ্রাম সেগুন বাগান ইসলামিয়া স্কুল অডিটোরিয়ামে।
মোঃ মাইনুদ্দিন এবং আব্দুল্লাহ বিকির সঞ্চালনায়
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, জয়নাল আবেদীন আবিদের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ এবং জাগ্রত যুব তরুণ সংঘের উপদেষ্টা জনাব মোঃ তানভীর মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
মনির আহমেদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কিউ এম মোসলেহ উদ্দিন আহমেদ। মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ফয়সাল মুন। জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম। বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক শপিং ব্যাগ এর পরিচালক জনাব মোঃ সাদেক খান। জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাব এর ফাউন্ডার মনজুর আহম্মদ। দূর্মুর বাংলাদেশ এর সভাপতি মোঃ আনিসুল ইসলাম। ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি জনাব আলিম উদ্দিন ভূঁইয়া। খুলনা খালিশপুর থানা কাঠ শ্রমিক ইউনিয়ন কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ শামীমুল বাহার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্য বলেন,
আমাদের মূল প্রতিপাদ্য হলো “এসো মোরা শপথ করি, মানব কল্যাণে দেশ গড়ি”। আমি বিশ্বাস করি
সমাজের বিত্তবানরা যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজে কোন মানুষ অনাহারে কিনবা বিনা চিকিৎসায় মারা যাবে না। সমাজে ধনী গরিবের পার্থক্য কমে আসবে। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। সকল মানুষের সম্প্রীতি, সৌহার্দ্য, শ্রদ্ধা, মমতায় এবং শান্তি সুধায় ভরে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দ ও সংগঠনের নিয়োজিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
আমরা যাতে আমাদের এই মানবিক সংগঠনকে দেশ এবং দেশের মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যেতে পারি
সকলের দোয়া কামনা করছি।