ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে শিবিরের সংবর্ধনা পেল ৩৫০ জন এস.এস.সি শিক্ষার্থী

মোহাম্মদ রায়হান
জুলাই ২৬, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে এসএসসি-দাখিলসহ সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৬ জুলাই) সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শিবিরের লক্ষ্মীপুর শহর শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের ফুল-ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।

লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা।

লক্ষ্মীপুর শহর শিবিরের সেক্রেটারি আবদুল আউয়াল হামদুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী সদর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ ও পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের এ অর্জন। আজ তোমরা মেধাবীদের দলে। এজন্য তোমাদের দায়িত্বও অনেক। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে।

ধ্রুবকন্ঠ/এমআর