ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টিকটক ভিডিও: ১২ তরুণ আটক

চট্টগ্রামে প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের আদলে টিকটক ভিডিও তৈরি করায় ১২ তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার কালা মিয়ার দোকানের সামনে ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া যুবকদের বয়স ১৮ থেকে ১৯ বছর। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন: ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম, আকিফুল ইসলাম।

তরুণেরা রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান দিয়ে মিছিলের আদলে একটি টিকটক ভিডিও বানাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটির মাধ্যমে তারা জনসমাগম তৈরি করছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।