ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীতে খাল পরিষ্কার অভিযান

ইমরান হোসেন, নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

‘আমার চোখে জুলাই বিপ্লব’ এ স্লোগানে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ও জলাবদ্ধতা নিরসনের সহায়তা হিসেবে নোয়াখালীতে খাল পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

শনিবার সকালে জেলা পরিষদে অর্থায়নে নোয়াখালী পৌর এলাকার সোনাপুর খালে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা পরিষদে প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ন রশিদ। এ কর্মসূচিতে জেলার ৬২টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

জেলা পরিষদে প্রধান নির্বাহী জানান, ২০২৪ সালে নোয়াখালী ও ফেনী অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছিলো। সে বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতার কারণ উদঘাটন করতে গিয়ে আমরা বুঝতে পারি নোয়াখালীর বিভিন্ন খাল দিয়ে পানি নদীতে নেমে যায়। কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন ভাবে এ খালগুলো দখল এবং বিভিন্ন স্থানে মানুষ ময়লা ফেলে ভরাট করে ফেলে। যার ফলে বৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে মানুষজন।

তিনি আরও জানান, জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতায় আমরা চিন্তা করলাম এমন একটি আইডিয়া নিবো যাতে গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা যায় এবং একই সাথে নোয়াখালীর মানুষের জীবনমানের উপকারে আসে। সেই চিন্তা থেকে আমরা খাল পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করি। আমাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে পুরো জেলা জুড়ে করা হবে।