ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুজ জাহের

নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী হিসেবে গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের কে মনোনীত করেছে দলটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর তিনটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের উপস্থিতিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রথম ধাপে নোয়াখালী-৪ আসন সহ দেশের মোট ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করা হয়।

দলটির সূত্রে জানা যায়, চব্বিশের গণঅভ্যুত্থানের বিভীষিকাময় ছত্রিশ দিনকে স্মরণ করেই আজ প্রথম ধাপে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়।
পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। নোয়াখালীতে যে ছয়টি নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে এই প্রথম নোয়াখালী-৪ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে গণধিকার পরিষদ।

জানা যায়, আব্দুজ জাহেরের গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামে। ছাত্র জীবনে তিনি ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে দাখিল, নোয়াখালী সরকারি কলেজ থেকে ম্যাথমেটিক্স এ স্নাতক ডিগ্রী অর্জন করেন। রাজনীতির পাশাপাশি বর্তমানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে এলএলবি তে অধ্যয়নরত রয়েছেন।

আব্দুজ জাহের ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। চব্বিশের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানেও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ২০১৮ সালের পর থেকে একাধিকবার তাকে কারাগারেও যেতে হয়েছে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে আব্দুজ জাহের বলেন, জনতার ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে গণঅধিকার অধিকার পরিষদ। সেই গণঅধিকার পরিষদ আজ আমাকে নোয়াখালী-৪ আসনের জন্য মনোনীত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা ইতোমধ্যেই মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমি আশা করছি বিপুল ভোটের ব্যবধানে গণঅধিকার পরিষদকে নোয়াখালী-৪ আসন উপহার দেব। নোয়াখালীর সদর ও সুবর্ণচরের মানুষের জন্য কিছু করার স্বপ্ন আমার দীর্ঘদিনের। সেই সুযোগ যদি কখনো পাই অবশ্যই নোয়াখালী সদর ও সুবর্ণচর কে বাংলাদেশের রোল মডেল হিসেবে তৈরি করবো।

ধ্রুবকন্ঠ/এসপি