ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে উত্তরায় বিমান বিধ্বস্তের সিসিটিভি ফুটেজ

ডেস্ক রিপোর্ট
জুলাই ২২, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫টিই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের একদিন পর এর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্কাই ফোর্স নামের একটি ফেসবুক পেইজে যুদ্ধবিমান বিধ্বস্তে সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১২ মিনিটে দ্রুত গতিতে যুদ্ধবিমানটি ছুটে এসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে। মুহূর্তেই কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।