ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

টিকিট নিয়ে অনিয়ম: ‘Bangladesh Football Ultras’-এর বিরুদ্ধে ক্ষোভে ফুসছে সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

গত ১০ জুন ২০২৫ অনুষ্ঠিত AFC এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ ঘিরে টিকিট ও সদস্যপদ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ফুটবল সমর্থক সংগঠন “Bangladesh Football Ultras”-এর বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, সংগঠনটি টিকিট এবং সদস্যপদের নামে প্রতিজনের কাছ থেকে ৫৫০ টাকা করে আদায় করে, যার মধ্যে ৪০০ টাকা টিকিট ফি এবং ১৫০ টাকা সদস্যপদ ফি ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাচের টিকিট সরবরাহ করার কথা থাকলেও, অনেক সমর্থক ম্যাচের দিন পর্যন্ত টিকিট পাননি।

পরবর্তীতে সমর্থকেরা অনুরোধ করেন, যেহেতু তারা টিকিট পাননি, তাই অন্তত ৪০০ টাকা টিকিটমূল্য ফেরত দেওয়া হোক এবং ১৫০ টাকা সদস্য ফি সংগঠন রেখে দিক। কিন্তু এক মাস ছয় দিন পেরিয়ে গেলেও এখনো কারো টাকা ফেরত দেওয়া হয়নি। এ নিয়ে সমর্থকদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

একজন ক্ষুব্ধ সমর্থক বলেন,
“আমরা বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। টিকিট তো পেলাম না, এখন টাকা ফেরত চাইলে বলে ‘দিয়া দিব’—কিন্তু আজ পর্যন্ত কোনো আপডেট নাই।”

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এ ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সংগঠনটির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে Bangladesh Football Ultras-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ধ্রুবকন্ঠ/এমআর