বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। বিকেল ২:৩০টা থেকে শুরু হতে যাওয়া এই সমাবেশের সভাপতিত্ব করবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
সমাবেশের মূল লক্ষ্য ঘোষণা করা হয়েছে — জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ কর্মসূচি। সমাবেশে ৭ দফা দাবি উত্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে:
১. দলবদ্ধ প্রহসনমূলক নির্বাচন নিরসন।
২. জুলাই মাসের সকল গণহত্যার বিচার।
৩. প্রতিহিংসায় মিথ্যা মামলা প্রত্যাহার।
৪. জুলাই মাসে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন।
৫. পিআর সরকারের অধীনে জাতীয় নির্বাচন।
৬. এনআইডি বেশি প্রবাসীদের ভোটের ব্যবস্থা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, দেশের জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যান ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সমাবেশের ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত।
সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপকসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক: মোঃ ফয়সাল | প্রকাশক: এইচ এম শাহ পরান | বিভাগীয় প্রধান (অনলাইন): ইমরান হোসেন