ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে দুঃস্বপ্নের রাত কাটাল রিয়াল মাদ্রিদ। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি ক্লাবটির কাছে ৪-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইউরোপিয়ান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। অপরদিকে রিয়াল মাদ্রিদের খেলায় দেখা যায় না কোনো জ্বাজল্য। দলের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র পর্যন্ত গোলবারে একটি বলও মারতে পারেননি।
পিএসজির পক্ষে গোলের উৎসব চালিয়ে যায় তাদের ফরোয়ার্ড লাইন। প্রতিটি আক্রমণেই ছিল ধার ও গতি, যা রিয়ালের রক্ষণভাগ সামাল দিতে পারেনি। এই পরাজয়ের ফলে ফাইনালের টিকিট হারিয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো রিয়াল মাদ্রিদকে।
অন্যদিকে পিএসজির জন্য এটি হতে পারে বহু কাঙ্ক্ষিত শিরোপা জয়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ধ্রুবকন্ঠ/এমআর
সম্পাদক: মোঃ ফয়সাল | প্রকাশক: এইচ এম শাহ পরান | বিভাগীয় প্রধান (অনলাইন): ইমরান হোসেন