ঢাকাWednesday , 9 July 2025
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে চাঁদাবাজির অভিযোগে প্রবাসীর ওপর হামলা, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রবাসী আব্দুল মালেকের উপর হামলার অভিযোগ উঠেছে। জানা যায়, শুক্রবার রাতে ‘ওয়ালের মাথায়’ এলাকায় এই হামলা চালায় প্রতিবেশী জাহাঙ্গীর, তার ছেলে হাসানসহ আরও কয়েকজন।

প্রবাসী মালেক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর ও তার ছেলে ভিত্তিহীন তথ্য দিয়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতের অন্ধকারে তার উপর হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ১ লাখ ৩১ হাজার টাকা ও একটি স্বর্ণের বেসলেট লুট করে।

হামলার ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এমনকি হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, “তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় প্রবাসী মালেক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তার পরিবার। এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে