ধ্রুবকন্ঠ

ধলেশ্বরী নদীতে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত



ধলেশ্বরী নদীতে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫’ আজ শনিবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং নারী বিভাগে ১২ জন। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়। পুরুষ বিভাগে সাঁতার দূরত্ব ছিল প্রায় ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ছিল প্রায় ৭ কিলোমিটার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতার ফলাফলে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান এবং নিকলী সুইমিং ক্লাবের মো. ইমরান।

 

নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন এবং তৃতীয় স্থান পান বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন। চতুর্থ স্থান পান বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন এবং পঞ্চম স্থান অর্জন করেন গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

প্রতিযোগিতা শেষে মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল সরণিতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং আর্থিক পুরস্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত; জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

রোববার, ০২ নভেম্বর ২০২৫


ধলেশ্বরী নদীতে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫’ আজ শনিবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং নারী বিভাগে ১২ জন। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়। পুরুষ বিভাগে সাঁতার দূরত্ব ছিল প্রায় ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ছিল প্রায় ৭ কিলোমিটার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতার ফলাফলে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান এবং নিকলী সুইমিং ক্লাবের মো. ইমরান।

 

নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন এবং তৃতীয় স্থান পান বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন। চতুর্থ স্থান পান বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন এবং পঞ্চম স্থান অর্জন করেন গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

প্রতিযোগিতা শেষে মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল সরণিতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং আর্থিক পুরস্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত; জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত